রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৭৬৬পিস ইয়াবা, ৯৬ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ৩৯৭.৮৫ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেন্সিডিল ও ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (১৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১ টি মামলা রুজু হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: