ইয়াবা-গাঁজা-হেরোইন-ফেনসিডিলসহ গ্রেফতার ৫৬

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৩ মার্চ ২০২৩, ১৯:৫৩

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকার মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৮৬৬ পিস ইয়াবা, ১০৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২০.১ গ্রাম হেরোইন, ৫৫০ লিটার দেশিমদ, ৪৫ বোতল ফেনসিডিল, ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর