রাজধানীর বিভিন্ন এলাকার মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৬১৫ পিস ইয়াবা, ৬৮.২ গ্রাম হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা ও ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (১৮ মার্চ) ভোর ৬টা থেকে রোববার (১৯ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: