রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের দক্ষিণ পাশে সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটির বেজমেন্ট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ভয়াবহ বিস্ফোরণের পর নিখোঁজ আনিকা এজেন্সি নামের একটি দোকানের মালিক মমিনুদ্দিন সুমনের মরদেহ পেয়েছে ফায়র সার্ভিস।
এর আগে এই ঘটনায় ১৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এপর্যন্ত সর্বমোট ২০ জনের মৃত্যু ঘটেছে বিস্ফোরণের ঘটনায়।
আজ বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে ওই দুটি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ আবার শুরু করেন। এর এক ঘণ্টা পর ভবনের নিচ থেকে ওই দুই মরদেহ মেলে।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ২০ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের ঘটনায় দুপাশের ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: