গুলিস্তানে বিস্ফোরণ

রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান   

সময় ট্রিবিউন ডেস্ক | ৮ মার্চ ২০২৩, ০৮:২৯

সংগৃহীত
রাজধানী ঢাকার গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা  ঘটেছে। এতে ২ জন নারীসহ নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১ জন। আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অনেকে গুরুতর আহত বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে।     
 
এতে করে ঢামেকে আহতদের পরমাণ সময়ের সাথে বেড়ে উঠছে। এমন অবস্থায় স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।  
 
আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে উপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
 
ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটেছে বলে বিকেল ৪টা ৫০ মিনিটে খবর আসে। 
 
ফয়ার সার্ভিস থেকে জানানো হয়, ঘটনাস্থলে ১১টি ইউনিট কাজ করছে। আহতদের ভ্যান ও বিভিন্ন গাড়িতে করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে বিস্ফোরণের কারনে ভবনের দেয়াল ভেঙ্গে পড়ায় বেশকিছু পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনায় ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় আনা হয়। নিহতদের মধ্যে দুই জন নারী এবং ৯ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর