রাজধানী ঢাকার গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুরুতে ঘটনাস্থল থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস। তবে সময় গড়িয়ে নিহতের সংখ্যা দাড়িয়েছে ৮ জন। জীবিত উদ্ধার হয়েছে ৬জন। আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটেছে বলে বিকেল ৪টা ৫০ মিনিটে খবর এসেছে। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হয়েছে ৬জন।
এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া আটজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
ফয়ার সার্ভিস থেকে জানানো হয়, ঘটনাস্থলে ১১টি ইউনিট কাজ করছে। আহতদের ভ্যান ও বিভিন্ন গাড়িতে করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: