এডিস মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী ‘বিশেষ মশকনিধন অভিযান’ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির পৃথক ১০টি অঞ্চল থেকে রোববার (১১ সেপ্টেম্বর) একযোগে এ অভিযান শুরু করা হয়েছে। প্রতিটি অভিযানে সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তথা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দিচ্ছেন।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, কারো বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি মেয়র। সে অনুযায়ী সকাল ১০টা থেকে প্রতিটি অঞ্চলে অভিযান শুরু হয়েছে। সকাল থেকে ডিএনসিসিকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। যেখানে মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছেন, সেখানই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া মশক কর্মীরা ওষুধ স্প্রে করছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী উত্তরায় ৫০ নম্বর ওয়ার্ডের আওতাধীন দক্ষিণখানে মধ্য আজমপুর এলাকায় এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারাভিযানে গিয়েছিলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করার ঘোষণা দেন।
আপনার মূল্যবান মতামত দিন: