ডেঙ্গু রোধে ধানমন্ডিতে মশা নিধনে অভিযান, জরিমানা

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯

সংগৃহীত

ডেঙ্গু রোধে এডিস মশা নিধনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসময় নির্মাণাধীন একটি বাড়িতে এডিস মশার বিস্তারের অনুকূল পরিবেশ পাওয়ায় বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কে মশক নিধন অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন— ডিএসসিসির ১৫নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা, প্রসিকিউটর আসলাম ভূইয়া, পেশকার মোহাম্মদ সুমন প্রমুখ।

অভিযানে ধানমন্ডি ৮/এ সড়কের ৫০ নম্বর বাড়িতে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়া না গেলেও আবদ্ধ পানি পাওয়া যায়। সেখানে মশার বংশ বিস্তারের অনুকূল পরিবেশ আছে। যে কারণে বাড়ির মালিক এম এ কুদ্দুসকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর