রাজধানীর ডেমরায় অভ্যন্তরীণ সড়কে অবৈধ ব্যাটারী চালিত অটো রিকশা বন্ধে অভিযান পরিচালনা করেছে ডেমরা থানা পুলিশ। ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদারের নির্দেশে ডেমরা থানা এলাকাসহ ওয়ারী বিভাগের প্রতিটি থানা এলাকায় একযোগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এ সময় পুলিশ সড়কে অবস্থান নেওয়া বেশ কিছু অবৈধ ব্যাটারী চালিত অটো রিকশা জব্দ করলেও মূলত এ যান রাস্তায় চালানো যাবে না বলে চালকদের নির্দেশনা দেয় পুলিশ। এক্ষেত্রে সময় সাপেক্ষে চালকদের পায়ে চালিত রিকশা সহ অন্যান্য যানবাহন বা ভিন্ন পেশায় সম্পৃক্ত হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। এদিকে অভিযানের সময় ডেমরা থানা এলাকার অভ্যন্তরীণ সড়কে থাকা হাজার হাজার অটো রিকশা দ্রুত সময়ের মধ্যে যার যার গ্যারেজে নিয়ে যায়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধে রাজধানীর ডেমরা থানা এলাকার সহ ওয়ারী বিভাগের প্রতিটি থানা এলাকায় ডিসি মহোদয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি যা অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: