ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডের কোরবানির বর্জ্যে পরিপূর্ণ নালানর্দমায়

মাতুয়াইলে নর্দমায় জমে থাকা কোরবানির বর্জ্য অপসারণ হয়নি এখনো

ডেমরা প্রতিনিধি | ১৯ জুলাই ২০২২, ০৭:৫৪

সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নং ওয়ার্ড ফার্মের মোড় বায়তুল হাসান জামে মসজিদ এলাকায় ঘোষিত সময় পেরিয়ে গেলেও ময়লার স্তূপ জমে রয়েছে নালানর্দমায়।

গত ৮ দিন আগে সম্পন্ন হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব কুরবানীর ঈদ। কোরবানির পশুর বর্জ্য নর্দমায় জমে থাকার ৮ দিন পেরিয়ে গেলেও এখনো পরিষ্কার হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ডের কুরবানির বর্জ্য।

এলাকার প্রায় অর্ধ কিলোমিটার নর্দমা কোরবানির বর্জ্য জমে পানি আটকে থাকায় এডিস মশার প্রজনন স্থলে পরিণত হয়েছে। মশার কামড়ে মুসল্লিরা ঠিকমত নামাজ পড়তে পারে না। দুর্গন্ধে পেটের নারী ভুঁড়ি ওলট-পালট হয়ে আসে।

সিটি কর্পোরেশন থেকে আংশিকভাবে বর্জ্য নিয়ে গেছে কিন্তু সেটা পুরোপুরি অপসারণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের।

অনেকেই নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেই পরিষ্কার করছেন। কিন্তু নর্দমায় ময়লা জমে থাকায় কটু গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করছেন তারা।

এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকা থেকে প্রায় ৩০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য পরিষ্কার করার দাবি করেছে দুই সিটি কর্পোরেশন।

যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ফার্মের মোড় এলাকার নর্দমায় জমে থাকা কোরবানির বর্জ্য অপসারণ এর বিষয়ে কথা বলতে বারবার মোবাইলে কল দিলেও তা রিসিভ করেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর