ঢাকা শহরের কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার আশ্বাস দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। যার জন্য কাজ করবেন প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী৷
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়েছে আলাদা পরিকল্পনা৷ বাতিল করা হয়েছে কর্মীদের ছুটি৷
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ৯ হাজার কর্মী কাজ করবেন৷ পরিচ্ছন্নতার কাজে ডিএসসিসির নিজস্ব ময়লার গাড়ি ছাড়াও রাজউক, ওয়াসাসহ কয়েকটি সংস্থা থেকে নেওয়া মোট ৩০০ গাড়ি কাজ করবে। কোরবানিদাতাদের মধ্যে ২৫ মেট্রিক টন ব্লিচিং পাউডারসহ বিতরণ করা হবে পরিবেশবান্ধব ১ লাখ ২০ হাজার পলিথিন। ৫৪০ লিটার স্যাভলন দেওয়া হবে। ময়লা নেওয়ার পর পশু জবাইয়ের জায়গাটি পরিষ্কার করার জন্য মাঠে থাকবে পানির গাড়ি।
কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম মাঠপর্যায়ে সরেজমিনে সচিত্র তদারকি করতে ১০টি টিম গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে করপোরেশনের ১০টি অঞ্চলের জন্য ১০টি টিম গঠন করা হয়। ১০ জুলাই দুপুর ২টা থেকে ১২ জুলাই পর্যন্ত টিমগুলো পশুর বর্জ্য অপসারণ সম্পর্কিত এই কার্যক্রম পরিচালনা করবে।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঈদের আগের দিন রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে বর্জ্য অপসারণ করব এবং কোরবানির বর্জ্য ঈদের দিন দুপুর ২টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবো।'
কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসির ৯ হাজার ৯০০ কর্মী কাজ করবেন। বর্জ্য সরাতে নিজস্ব ১৫০টি ডাম্প ট্রাক বা খোলা ট্রাক, ৪৭টি ভারী যান এবং ১০টি পানির গাড়ির পাশাপাশি ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহের কাজে ভাড়া করা আরও ১০৮টি পিকআপ কাজ করবে প্রথম দিন। এ ছাড়া দ্বিতীয় দিন কোরবানির বর্জ্য অপসারণে কাজ করবে ৫৪টি পিকআপ। পরিবেশের ক্ষতিকারক না, এমন ৫ লাখ ব্যাগ দেওয়া হবে কোরবানিদাতাদের। স্যাভলন বিতরণ করা হবে ৪ হাজার ৩৩০ লিটার। এ ছাড়া বিতরণ করা হবে ৫৩ মেট্রিক টন ব্লিচিং পাউডার।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, 'এবার ঈদে ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে। কোরবানি বর্জ্য ১২ ঘণ্টায় পরিষ্কারের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। প্রায় ১০ হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করবে।'
আপনার মূল্যবান মতামত দিন: