ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, ট্রাক-পিকআপ ভরসা

মমিনুল হক রাকিব | ৯ জুলাই ২০২২, ১০:৩৮

সংগৃহীত

আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে ঘরমুখো মানুষের ঢল। বাসের টিকিট এবং যানবাহনের স্বল্পতায় ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষের। টিকিট না পেয়ে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই পরিবারসহ ট্রাক-পিকআপে বাড়ি যাচ্ছেন অনেকে।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব বিশ্বরোড পয়েন্টে এমন চিত্র দেখা গেছে। বিগতদিনের তুলনায় যানবাহন এর চাপ বেড়েছে রাস্তায়। কিন্তু যানবাহনের তুলনায় ঘরমুখো মানুষের চাপ বেশি। 

মামুন নামে এক যাত্রী সময় ট্রিবিউন কে বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষা করেও কিশোরগঞ্জ এর কোনো গাড়িতে উঠতে পারছি না। তাই বাধ্য হয়ে ট্রাকে উঠে পড়েছি’।

ট্রাক-পিকআপে অতিরিক্ত ভাড়া গুণে এবং জীবনের ঝুঁকি নিয়ে নাড়ীর টানে এভাবেই গ্রামে ছুটছেন মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর