আগুনে দগ্ধ খালেদুর করোনায় আক্রান্ত

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২২, ০০:১৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন খালেদুর রহমানের (৫৮) করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত হওয়ায় খালেদুরকে গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। করোনা শনাক্তের আগে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন খালেদুর।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খালেদুরের শরীরের ১২ শতাংশ পড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত শনিবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর