আজ ঢাকা মাতাবেন এ আর রহমান

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২২, ০৩:৩৫

এ আর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত কনসার্টে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম মঞ্চ মাতাবেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। 

কনসার্ট উপলক্ষে গত রোববার (২৭ মার্চ) শতাধিক সফরসঙ্গী নিয়ে এ আর রহমান ঢাকায় এসেছেন।

কনসার্টের নাম দেয়া হয়েছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’। সারা বিশ্বের যে প্রান্তেই তিনি পা রেখেছেন, দর্শকের উন্মাদনা দেখা গেছে সব দিকে।

ঢাকায় তার আকাশচুম্বী জনপ্রিয়তা নতুন কিছু নয়। ক্রিকেটীয় নানা উৎসবে এর আগেও মিরপুরে দেখা গেছে এই মহাতারকাকে।

এবারের আয়োজনেও তিনিই মধ্যমণি। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সেরে রেখেছে বিসিবি। স্টেডিয়ামের বিরাট অংশজুড়ে নির্মাণ করা হয়েছে মঞ্চ। মঞ্চের সামনেই হাজার দশেক দর্শনার্থীর বসার ব্যবস্থা।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে অন্যদের পাশাপাশি বিসিবির পরিকল্পনায়ও ছিল বেশ আড়ম্বর আয়োজন। ওয়ার্ল্ড একাদশ ও এশিয়া একাদশ নামে দুটি দল গঠন করে জমজমাট ক্রিকেটের পরিকল্পনা করা হয়েছিল। কভিড-১৯ পরিস্থিতিতে সেই পরিকল্পনা ভেস্তে যায়। তবে শেষ মুহূর্তে এ আর রহমানকে নিয়ে সাজানো কনসার্ট পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর