রাজধানীতে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপরে উঠে যায়। দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাস চালক। এ ঘটনায় মাইক্রোবাস চালকের খিলক্ষেত থানায় মামলার পর, সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনাল থেকে ওই চালককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিট। উত্তরাগামী এনা পরিবহনের একটি বাস খিলক্ষেতে সড়ক বিভাজন ভেঙে উঠে যায় একটি মাইক্রোবাসের ওপর। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। এ ঘটনায় আহত হন মাইক্রোবাস চালক শাহাদাত হোসেন। লোক জড়ো হওয়ার আগেই পালিয়ে যান এনা পরিবহনের চালক ও হেল্পার।
দুর্ঘটনাস্থল থেকে এনা পরিবহনের বাস ও ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এনা পরিবহনের মালিক।
পরে খিলক্ষেত থানায় সড়ক পরিবহনে আইনে মামলা করেন মাইক্রোবাস চালক। আসামি করা হয়েছে এনা পরিবহনের চালক ও হেল্পারকে।
আপনার মূল্যবান মতামত দিন: