ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন রাবি শিক্ষক

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ১৪:০১

অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক কাজী জাহিদুর রহমান।

রোববার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

কাজী জাহিদুর রহমানের আইনজীবী আবুল হাসনাত বেগ এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সমালোচনা করার অভিযোগে গত বছরের ১৭ জুন আইনজীবী তাপস কুমার সাহা ডিজিটাল নিরাপত্তা আইনে কাজী জাহিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলাটি করেছিলেন।

কাজী জাহিদুর রহমান আজ মামলার অভিযোগ গঠনের দিন ছিল। তবে মামলায় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন হয়নি। বরং আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

গত বছরের ১৭ জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে পুলিশ কাজী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করে।

পরে ওই বছরের ২৩ আগস্ট হাইকোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চ তার জামিনের আদেশ দেন। পরে ২৮ আগস্ট তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

জাহিদুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। নাসিমের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে গত ১৬ জুন দল থেকেও তার সদস্য পদ প্রত্যাহার করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর