শেরপুরে কলেজ শিক্ষিকাকে জোরপূর্বক বদলির প্রতিবাদে অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান

শেরপুর প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২৪, ১৪:২৫

ছবি- সংগৃহীত

শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মনিরা বেগম কে জোরপূর্বক বলদির প্রতিবাদে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন অত্র কলেজের শিক্ষার্থীরা।

৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ১১ টার সময় কলেজ অধ্যক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জানা যায়, ওই শিক্ষিকার নিজের অজান্তে গত ২৮/১০/২০২৪ তারিখে হঠাৎ তার জামালপুর জেলার মাদারগঞ্জ সরকারি কলেজে বদলির আদেশ আসে।

হঠাৎ কাকতালীয় ভাবে বদলির আদেশ দেখে ওই শিক্ষিকা বিচলিত হয়ে যান, কারণ তিনি পূর্ব থেকেই বদলির বিষয় সম্পর্কে কিছুই জানেন না।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, শ্রীবর্দী সরকরি কলেজের বাংলা বিভাগে কর্মরত প্রভাষক আলাল উদ্দীন কে শেরপুর সরকারি কলেজে বাংলা বিভাগে বদলি করা হয়।

এ দিকে কাকতালীয় ভাবে বদলির আদেশ শুনে শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা কোন ভাবেই এই আদেশ মেনে নিতে পারছে না। তাই শিক্ষার্থীদের আন্দোলনের প্রাথমিক ধাপে কলেজ অধ্যক্ষর কারছে স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আরও জানায়, দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ বদলির আদেশ বাতিল করে সহকারি অধ্যাপক মনিরা বেগমকে পূনরায় স্ব-পদে পূর্নবহাল করা না হলে এর বিরুদ্ধে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর