বৃষ্টিতে ভিজে ভর্তিচ্ছুদের সহায়তায় জাবির ইফসা 

মান্নান, জাবি ইয়ুথ ফর সোশ্যাল | ১৬ নভেম্বর ২০২১, ০৫:৫৬

ছবিঃ সংগৃহীত

৯ নভেম্বর জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০- ২০২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছুদের সহায়তায় কাজ করছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। ১৫ নভেম্বর বৃষ্টিতে ভিজে ভর্তিচ্ছুদের সহায়তা করতে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা) এর স্বেচ্ছাসেবকদের। 

ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা মোবাইল, ব্যাগ পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারে না। অনেকে টাকার বিনিময়ে এসব জমা রাখে। জাবির স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা) কে বৃষ্টি উপেক্ষা করে বিনামূল্যে শিক্ষার্থীদের মোবাইল, ব্যাগ,বই জমা রাখতে দেখা যায়।

এ ব্যাপারে ইফসা’র সভাপতি মো. আতিফ বলেন,“প্রতি বছরের ন্যায় এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে জমা রাখছে ইফসা। প্রতিবছরই দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসে ভর্তি পরীক্ষা দিতে। সঙ্গে মোবাইল, ব্যাগ, বই ইত্যাদি নিয়ে আসে। যেহেতু এগুলা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা নিষেধ। তাই আমরা বৃষ্টির মাঝেও তাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করছি”।  

ইফসা’র সাধারণ সম্পাদক মাসুম খান বলেন, “নতুন অভিজ্ঞতা হলো আজ। বৃষ্টিতে ভিজে সারাদিন কষ্ট করেছি। কিন্তু পরীক্ষার্থীদের সাহায্য করতে পেরে কষ্ট গুলো আনন্দে পরিনত হয়েছে, নিজের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করছি। সবসময় ইফসা’র সাথে থাকতে চাই”। 

উল্লেখ্য, ইফসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত অন্যতম একটি সামাজিক সংগঠন। ২০১৪ সালের ১২ই এপ্রিল থেকে কার্যক্রম শুরু করে সংগঠনটি। সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা এবং তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে ইফসা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাড়াও আরও কিছু বিশ্ববিদ্যালয়ে এর শাখা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর