ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ফল প্রকাশ 

ঢাবি প্রতিনিধি | ৩ নভেম্বর ২০২১, ০১:৪২

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

এ সময় জানানো হয়, এ পরীক্ষায় ৪১ হাজার ৫২৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯শতাংশ। গত ২ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪১ হাজার ৫২৪ জন। পাশ করেছে সাত হাজার ১২ জন। আর ফেল করেছেন ৩৪ হাজার ৫১২ জন।

ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে কিংবা যেকোনো মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো. আখতারুজ্জামান জানান, ৮ নভেম্বর বিকাল ৩ টা থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রমে পূরণ করতে পারবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথ পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। 

এছাড়া, ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আববেদন করা যাবে। 

খ ইউনিটের ফলাফলে প্রথম হয়েছেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া। তার প্রাপ্ত নাম্বার ৮০ দশমিক পাঁচ। দাখিল ও আলিমের রেজাল্ট সহ মোট প্রাপ্ত নাম্বার ১০০ দশমিক পাঁচ। দ্বিতীয় হয়েছেন চাঁদপুর গভর্নমেন্ট স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী সামিয়া আক্তার। তার প্রাপ্ত নাম্বার ৭৫ দশমিক পাঁচ। এসএসসি ও এইচএসসি সহ মোট প্রাপ্ত রেজাল্ট নাম্বার ৯৫ দশমিক পাঁচ। তৃতীয় হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ খালিদ খান। তাঁর প্রাপ্ত নাম্বার ৭৪ দশমিক ৭৫। এইচএসসি ও এসএসসি সহ মোট প্রাপ্ত নাম্বার ৯৪ দশমিক ৭৫। 

এর আগে গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর