বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

সময় ট্রিবিউন | ২ নভেম্বর ২০২১, ১১:২৩

বুয়েট-ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

সোমবার বুয়েট কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (http://ugadmission.buet.ac.bd/) গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) ‘Option Form’ পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

গত ২০ ও ২১ অক্টোবর ৪ শিফটে বুয়েট ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২৬ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। আগামী ৬ নভেম্বর বসতে যাচ্ছেন ৬ হাজার ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকৃত মোট ১৮ হাজার ৫টি আবেদনপত্র হতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতি শিফটের ১ হাজার ৫০০তম পর্যন্ত যোগ্যপ্রার্থীর তালিকা ওইদিন বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সে হিসেবে চার শিফটে মোট ৬ হাজার ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় বসতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর