ঢাবির 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল

সময় ট্রিবিউন | ২ নভেম্বর ২০২১, ০৮:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) প্রকাশ করা হবে।

এদিন দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

পরে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল জানতে পারবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

এবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের সাতটি বিভাগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করে পরীক্ষার আয়োজন করা হয়।

‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রতি আসনে লড়েন প্রায় ২০ জন পরীক্ষার্থী।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর