বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস দিয়েছে জাবি ছাত্রলীগ 

সময় ট্রিবিউন | ২৯ অক্টোবর ২০২১, ০৩:৫৮

ছবিঃ সংগৃহীত

২৯ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ কর্ম কমিশনের অধীনে ৪৩ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। 

বরাবরের মত এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেবে শতাধিক শিক্ষার্থী। জাবি থেকে অংশ নেয়া পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চারটি বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে সকাল ৬ টায় ৪ টি বাস ভিন্ন ভিন্ন রুটে ছেড়ে যাবে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। ক্যাম্পাস থেকে আজিমপুর হয়ে যাত্রাবাড়ী ১ টি বাস, ফার্মগেট, শাহবাগ হয়ে মতিঝিল একটি বাস, মিরপুর এবং উত্তরার উদ্দেশ্যে ভিন্ন দুটি বাস ছেড়ে যাবে। 

এ ব্যাপারে জাবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির পাঠাগার সম্পাদক মাহবুবুল হক রাফা বলেন, "পরীক্ষার্থীদের যেন যাতায়াতের ভোগান্তি পোহাতে না হয় সেজন্য জাবি ছাত্রলীগ বাসের ব্যবস্থা করেছে। শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।"



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর