শের-ই- বাংলা এ কে ফজলুল হকের জীবনাদর্শ আমাদের সকলকে ধারন করতে হবে

আবু যায়েদ মিয়া, ববি প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ০২:২৩

ছবিঃ সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শের ই বাংলা এ কে ফজলুল হকের ১৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের উদ্যেগে ২৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শের ই বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ছাদেকুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. আরিফ হোসেন, শের ই বাংলা হলের প্রতিষ্ঠাকালীন প্রাধ্যক্ষ ড. আব্দুল্লা আল মাসুদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, শের এ বাংলা হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শের ই বাংলা এ কে ফজলুল হকের জীবনাদর্শ আমাদের সকলকে ধারন করতে হবে। শের এ বাংলা এ কে ফজলুল হক এদেশের অতি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আমরণ কাজ করে গিয়েছেন। এজন্য তিনি সার্বজনীন নেতা হয়েছিলেন। তিনি একাধারে কংগ্রেসের নেতা ছিলেন এবং মুসলিম লীগের নেতা ছিলেন। তিনি এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শের এ বাংলা এ কে ফজলুল হকের জীবন এবং আদর্শ নিয়ে গবেষণার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর