দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নিন্দা জানিয়ে 'রুখে দাও ধর্ম সন্ত্রাস' শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
শনিবার সকাল ১০টা থেকে টিএসসি প্রাঙ্গণে গণস্বাক্ষর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ঘটনার ৩৪টি ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি।
বিকেল ৪টা থেকে প্রতিবাদ সমাবেশ এবং সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন গানপোকা, বক্ররেখা, বুনোফুল গানের দল এবং নাঈম মাহমুদ ও লিসান।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে টিএসসি প্রাঙ্গণে রাত ৯টা থেকে তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র 'চিত্রা নদীর পাড়ে' চলচ্চিত্রের উন্মুক্ত প্রদর্শনী হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য ইতমাম ইসলাম বলেন, 'সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনায় আমরা সহিংসতার বর্বরতম রূপ দেখেছি। এ ধরনের কোনো ঘটনা আমরা ভবিষ্যতে দেখতে চাই না। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়াস থেকে আমরা আজকে সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করেছি।'
আপনার মূল্যবান মতামত দিন: