তুরস্কের সঙ্গে সিলেটের মিল রয়েছে : রাষ্ট্রদূত

শাবি প্রতিনিধি | ২৪ অক্টোবর ২০২১, ০৭:০৬

ছবিঃ সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতা চুক্তি সম্পাদন করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। 

শনিবার (২৩ অক্টোবর) সকালে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আশ্বাস দেন। 

তিনি বলেন, সিলেটে আজকেই আমার প্রথম অফিশিয়াল ভ্রমণ। সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সঙ্গে সিলেটের মিল রয়েছে। আমরা সামনের দিনগুলোতে সিলেটের সঙ্গে তুর্কি এয়ারলাইন্সের সরাসরি বিমান চলাচল, মেডিকেল ট্যুরিজম বৃদ্ধি এবং এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতা চুক্তি সম্পাদন করব।

তিনি আরও বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইন প্রফেশনাল কর্মশালার জন্য একসঙ্গে কাজ করব। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর