বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বাস্হ্যবিধি মেনে স্বশরীরে ক্লাস শুরু

সময় ট্রিবিউন | ২২ অক্টোবর ২০২১, ০০:২৭

ছবিঃ সংগৃহীত

করোনা মহামারিতে দীর্ঘ আঠারো মাস বন্ধ থাকার পর ২১ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বশরীরে ক্লাস কার্যক্রম শুরূ হয়েছে৷

সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরূ করে৷বেলা ১১.০০ দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.ছাদেকুল আরেফিন ক্লাস পরিদর্শন করেন৷এসময় শিক্ষার্থীদের ফুল,মাস্ক,এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নেন৷এবং শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেন।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মো.আমীর খসরু বলেন,দীর্ঘদিন পর ক্লাসে উপস্থিত হতে পেরে আমরা উচ্ছ্বাসিত৷অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা পেয়ে খুব ভালো লাগছে৷তবে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশনজট বেড়ে গেছে।সেশনজট কমিয়ে দ্রুত সেমিষ্টার শেষ করার দাবি জানাচ্ছি।

পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.ছাদেকুল আরেফিন বলেন সকলকে স্বাস্থ্যবিধি মানা এবং সকল শিক্ষার্থীদের মাস্ক পরার বাধ্যতামূলক করা হয়েছে৷এবং সকল শিক্ষার্থীদের দুই ডোজ টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কেন্দ্র স্থাপন করার হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর