ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অতিমারি করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আখতারুজ্জামান।
রোববার সকালে কলাভবনে পরীক্ষাকেন্দ্র ও শ্রেণিকক্ষ পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়, ১৭ অক্টোবর (আজ) থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হবে। সশরীর শিক্ষা কার্যক্রম শুরুর পরও বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস নিতে পারবে। ওই সিদ্ধান্ত অনুযায়ী আজ সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হলো।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হয়েছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী করোনার অন্তত এক ডোজ নিয়েছেন। সশরীর পাঠদান ও পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে একাডেমিক কাউন্সিল প্রণীত ক্ষতি পুনরুদ্ধার পরিকল্পনা অনুসরণ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: