৬ টাকায় ভাত, ১০ টাকায় খিচুড়ি মিলবে জাবির ক্যাফেটেরিয়ায়

জাবি প্রতিনিধি | ১৮ অক্টোবর ২০২১, ০৩:৫২

ছবিঃ সংগৃহীত

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের জন্য তিন বেলার খাবারের ব্যবস্থা করতে খোলা হয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।

তিন বেলার খাবারের পাশাপাশি রয়েছে বিকেলের নাস্তা ও চা। ক্যাফেটেরিয়ায় মাত্র ১০ টাকায় মিলবে খিচুড়ি। ভাত ৬ টাকা, সবজি ৫ টাকা, ডাল ৫ টাকা, মুরগির মাংস ৩০ টাকা, মাছ ২৫ টাকা, ডিম ১৫ টাকায় মিলবে। বিশেষ দিনে থাকবে তেহারি, পোলাও ও গরুর মাংস। এছাড়া ১২ টাকায় পাওয়া যাবে পানি ও ঠান্ডা পানীয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু করেছি। এখানে তিন বেলা শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবে। খাবারের মান উন্নয়ন এবং মূল্য কমানোর ব্যাপারে আমরা সর্বোচ্চ দৃষ্টি রাখব। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় প্রতিদিন কয়েক'শ শিক্ষার্থীর জন্য খাবার প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর