গবি প্রতিনিধি:
আফগানিস্তানের স্বাধীনতার পর আমাদের উচিত এখনই তালিবানদের সমর্থন করা উচিৎ বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সাভরের গণ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও প্রশাসন বিভাগের আয়োজনে ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান’ শীর্ষক বিশেষ সেমিনারে তিনি এ সমর্থনের কথা জানান।
সোমবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান ড. রাহমান চৌধুরীর মূল প্রবন্ধ উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, এবং অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।
ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'ইসলাম ফোবিয়া শব্দটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে পশ্চিমা মিডিয়া আমাদের ভুল পথে চালনা করছে।'
আফগানের স্বাধীনতার পর আমাদের উচিত হবে তাদের সমর্থন করা বলে মন্তব্য করেন তিনি।
সাবেক রাষ্ট্রদূত এম. সিরাজুল ইসলাম বলেন, 'আমি নিজেই আমেরিকার ওয়াশিংটনে ছিলাম সেখানে মেয়েরা সেইফ নয় যতটা আফগানিস্তানে মেয়েরা বর্তমানে সেইফ।'
তিনি আরও বলেন, 'ইসলামকে অন্যান্যরা যতই মারার চেষ্টা করে ততই ইসলাম আরও জেগে উঠছে। মহান আল্লাহর বিচার দেখেছে সারা বিশ্ব।'
সাবেক নির্বাচন কমিশনার ড. সাখাওয়াত হোসেন বলেন, 'আমাদের দেশেও বালিকা বিদ্যালয় আছে, আফগানিস্তানেও তালিবান সেটিই করতে চাচ্ছে তাহলে সেখানে সেটা সমস্যা কোথায়?'
আপনার মূল্যবান মতামত দিন: