জবি প্রতিনিধি:
‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
রোববার বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় মনোবিজ্ঞান বিভাগের মানসিক স্বাস্থ্য দিবসের কর্মসূচি।
সকাল ১০ টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিভাগের শিক্ষার্থীরা।
এছাড়াও রাত ৮ টায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ ওয়েবিনার।
বিভাগের সভাপতি অধ্যাপক ড.নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল।
ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল উদ্দিন, লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডিন ড. সাইফুল ইসলাম।
ওয়েবিনারে মূল বক্তা ছিলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.কাজী সাইফুদ্দিন। অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগের রিসার্চ জার্নাল এবং বার্ষিক ম্যাগাজিন মনকথা এর মোড়ক উন্মোচন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: