ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান ১ ডিসেম্বর

সময় ট্রিবিউন | ১১ অক্টোবর ২০২১, ০৭:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির মূল অনুষ্ঠান ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ওই দিন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানও উদযাপন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সশরীরে অংশগ্রহণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ ক্যাম্পাসে ১ জুলাই সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

শতবর্ষের মূল অনুষ্ঠান চার মাস পিছিয়ে ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে হবে বলে তখন জানানো হয়েছিল। এখন তা আরও এক মাস পেছানো হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সংশ্লিষ্ট অতিথি ও শিক্ষার্থীদের সশরীরে অংশগ্রহণের অনুকূল পরিবেশ প্রাপ্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর