রাবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সময় ট্রিবিউন | ১১ অক্টোবর ২০২১, ০০:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'সি' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

রোববার দুপুর ২টায় ডিনস কমপ্লেক্স ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল পাওয়া যাবে।

তিনি জানান, 'সি' ইউনিটে কৃতকার্য শিক্ষার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তাদের পছন্দের বিষয় (সাবজেক্ট) বাছাই করার সুযোগ পাবেন। এরপর ২৩ অক্টোবর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে এবং ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হবে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ১৬১২টি আসনের বিপরীতে ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৩৩ হাজার ৪৪৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর