আগামী ১১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একইসঙ্গে ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাঠদান চালাতে পারবেন বলে সিন্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।
এর আগে গত বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সভায় ২১ অক্টোবরে হল খোলার সুপারিশ করা হয়। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। পরে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করা হয়। সেখানে ৫ অক্টোবরের মধ্যে হল খোলার দাবি জানায় ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
আপনার মূল্যবান মতামত দিন: