সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩

জাককানইবি প্রতিনিধি | ২৮ মার্চ ২০২৪, ২২:০৪

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সালমান আজাদীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজির আরও দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার উজানপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজারের সাইফুল কমিশনারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালমান আজাদী (২৫), উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম এলাকার এনামুল হক শামীমের মেয়ে রুবাইরা তাজনিম (২) ও সিএনজি চালক উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৩)।

অন্যদিকে গুরুতর আহত ব্যক্তিরা হলেন- নিহত রুবাইরা তাজনিমের বাবা এনামুল হক শামীম, মা শাহিদা খাতুন ও চাচি মনি আক্তার।

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদানি সিএনজি পাম্প-সংলগ্ন উজানপাড়ায় শেরপুরগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। তাতে অটোরিকশার যাত্রী এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবাইয়া তাসনিম ঘটনাস্থলেই নিহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর