কুবির আদিবাসী ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি | ৫ মার্চ ২০২৪, ২২:৪৯

কুবির আদিবাসী ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আদিবাসী ছাত্র সংসদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
 
মঙ্গলবার (৫ মার্চ) কমিটির সাবেক সভাপতি ইতু চাকমা ও সাবেক সাধারণ সম্পাদক সানু মারমা'র স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
 
এতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন সিএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল সিংহ ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুইচিংনু মারমা।
 
এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন উশৈহ্লা মারমা, জয়েস চাকমা।
 
যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুদীপ চাকমা, অন্তা চাকমা, ইমেজ চাকমা।
 
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লুনি ত্রিপুরা, পুষ্পিতা ত্রিপুরা, দীনেশ বসু চাকম, রিতু কৃপা আজিম, অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাজেন তঞ্চঙ্গা।
 
এই বিষয়ে বিদায়ী সভাপতি ইতু চাকমা বলেন, ‘ নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে দ্বায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের প্রত্যাশা নতুন এই কমিটির মাধ্যমে আদিবাসী ছাত্র সংসদ আরও উন্নতি ও সুপরিচিতি লাভ করবে।'
 
বর্তমান কমিটির সভাপতি রাতুল সিংহ বলেন, ‘এই নতুন কমিটি আদিবাসী ছাত্র সংসদের উন্নতির লক্ষ্যে সর্বদা কাজ করবে। এর পাশাপাশি সমতল ও পাহাড় থেকে আগত আদিবাসী শিক্ষার্থীদের কল্যাণে এই কমিটি সর্বাত্মক সহযোগীতা প্রদান করবে।’
 
উল্লেখ্য, ২৯ জন কার্যনির্বাহী সদস্য ও ৮ জন উপদেষ্টা মন্ডলী বিশিষ্ট এ কমিটি আগামি এক বছর পর্যন্ত বহাল থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর