জাবিতে কিশোরগঞ্জ  জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

জাবি প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী ২০২৪, ২০:০২

জাবিতে কিশোরগঞ্জ  জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কিশোরগঞ্জ  জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী শাহারিয়া ইসলাম (অপি) কে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আদনানকে (৪৮) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
 
বুধবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনের বিদায়ী সভাপতি রেজওয়ান চৌধুরী রায়হান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরবর্তী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।
 
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আব্দুল্লাহ আল মোবাশ্বির (৪৮ ব্যাচ),আবুল হাসনাত৪৮ ব্যাচ), আশফার রহমান নবীন(৪৮ ব্যাচ), ফাতিমা তাসনীম নিশাত (৪৮ ব্যাচ), মাহবুবুল তামজিদ ৪৮ ব্যাচ), সাদেক নাইম (৪৮ ব্যাচ), প্রিয়া সাহা (৪৮ ব্যাচ), ফাতেমা আক্তার (৪৮ ব্যাচ), সামিউল ইসলাম ৪৮ ব্যাচ), শতাত্রয় রায় তীর্থ ৪৮ ব্যাচ), সানজিদা আমিন বর্ণালি (৪৮ ব্যাচ)।
 
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন শান্ত আচার্য্য, মো: রওনক আহমেদ, নিলু সুলতানা, সাবিনা ইয়াসমিন জুঁই, মো: সাইফুল্লাহ সাদ, সুষ্মিতা সরকার পর্না, আমিনুল ইসলাম, আকরাম হোসেন, সানজিদা ইসলাম, মাহিনূর পারভীন প্রিয়তা। এরা সবাই ৪৮ ব্যাচের শিক্ষার্থী। 
 
সাংগঠনিক সম্পাদক পদে স্যামুয়েল বাপ্পি (৪৯), কাউসার আলম আরমান (ক্যাপ্টেন)(৪৯), খালেদ সাইফুল্লাহ সানি(৪৯), হাসনাতুজ্জামান তানিম(৪৯), তারেক মাসুদ(৪৯), আফলাতুন কবির নাহিন(৪৯), হয়োনা আক্তার(৪৯), অঞ্জন দাস(৪৯), মোঃ কামরুল ইসলাম(৪৯), মোঃ মুহিবুল্লাহ(৪৯), সুরভী আক্তার(৪৯), মোঃ জাহিদুল শেখ(৪৯), অন্তর ঘোষ(৪৯), সারোয়ার হোসেন(৪৯), পূর্ণিমা কবির(৪৯), শাহ পরান(৪৯), সানিয়াল হাসান রাহুল(৪৯), ঐশ্বর্য্য হাসান প্রাচি(৪৯), উর্মি(৪৯), সাদিয়া হক মৌ(৪৮), পলেন চন্দ্র(৪৯), ইশরাত জাহান তাসফিয়া(৪৯), আসিফ মাহফুজুর রহমান হৃদয়(৪৯), আখি দেব(৪৯), মাহমুদুল হাসান মুন্না(৪৯), সুপ্রভা আক্তার(৪৯), সুরাইয়া শিমু(৪৯), তামান্না সারা(৪৯), উম্মে নাবিলা(৪৯), সামান্তা রহমান(৪৯), সাইদা জান্নাত লিজা(৪৯), শেখ রায়হান(৪৯), সুবর্না আক্তার(৪৯)।
 
কোষাধ্যক্ষ পদে আছেন ফাহমিদা জামান প্রাপ্তি (৪৯)। দপ্তর সম্পাদক শাফিন শাহরিয়া শুভ (৫০) সহ আরও অনেক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। 
 
সহ সম্পাদক পদে মুখলাতুল জিনান তৃষা(৫১), আলিফ পায়েল কান্তি(৫১), সাদিয়া আফরিন জীম(৫১) সহ আরও অনেকেই রয়েছেন। 
 
কার্যকরী সদস্য পদে রয়েছেন  তারিন আহমেদ নিতু(৫২), হালিম রহমান(৫২), আবদুল্লাহ আল মাসুম(৫২), সাখাওয়াত ইসলাম ভূঁইয়া অন্তর৫২), মেঘনা আমার(৫২), মোছাঃ সামিয়া আক্তার ঐশী(৫২), ইকারার জেরিন আত্মিকা(৫২),আফারিন সুলতান সীম(৫২),আমারিন সেলিম ইশা(৫২),আরিফুর সাদি(৫২),রিফাত উদ্দিন মীর (৫২)।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর