ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলপনায় ভাষা শহীদদের স্মরণ

ইবি প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৫১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলপনায় ভাষা শহীদদের স্মরণ

প্রতিবারের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পুরোদমে চলছে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয় । রঙে রঙে সেজে উঠছে স্মৃতির মিনার, মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যূরাল প্রাঙ্গণ, মেইন গেইট সহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থান।২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সশ্রদ্ধে স্বরণ ও বরণের উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন স্থানে এসব আল্পনা এঁকেছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান চারুকলা বিভাগের শিক্ষার্থীদের রঙতুলিতে সেজেছে। ১৮ ফেব্রুয়ারী থেকে এই আলপনা, সাজসজ্জা ও রং করার কাজ চলছে।
 
চারুকলা বিভাগ সূত্রে জানা যায়, গত দুইদিন যাবৎ তারা এই কার্যক্রম করে আসছে। বিভাগের চলমান চারটি ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এ কার্যক্রমে অংশ নিয়েছে। 
 
আল্পনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা ডায়না চত্বর, মুজিব ম্যুরাল প্রাঙ্গন, শহীদ মিনারের রাস্তায় এবং শহীদ মিনারের পাদদেশ রাঙিয়েছেন । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আল্পনার পাশাপাশি বাংলা বর্ণমালা রং-তুলির আচঁড়ে ফুটিয়ে তোলা হয়েছে। 
 
এবিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. এইচ. এম আক্তারুল ইসলাম বলেন, আমাদের সাধ আছে কিন্তু সাধ্য কম। আমাদের সাজসজ্জার জন্য যে বাজেট দেয়া হয় তা খুবই অল্প। তারপরও এই বাজেট নিয়েই ফাইন আর্টস এর শিক্ষক সহকর্মী ও শিক্ষার্থীরা সহ আমরা এই কাজটি সম্পন্ন করেছি। তোমরা দেখে থাকবে অতি অল্প সময়ে দুইদিনের মধ্যে পরশু সন্ধ্যার পর থেকে কিছু সময় এবং কালকে সারাদিন রাত ১০ টা পর্যন্ত তারা কাজ করেছে। এই সাধ্যের ভিতর থেকে চমৎকার ভাবে শহীদ মিনারের ঐ রাস্তাটা এবং মেইন গেইট সাজিয়ে তোলার চেষ্টা করেছি।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর