অছাত্রদের হলত্যাগ ও গণরুম বিলুপ্তিকরনে হল পরিদর্শন করলেন জাবি উপাচার্য

সাইদুল ইসলাম, জাবি প্রতিনিধি | ৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৪২

অছাত্রদের হলত্যাগ ও গণরুম বিলুপ্তিকরনে হল পরিদর্শন করলেন জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হল থেকে অছাত্রদের হলত্যাগ ও গনরুম বিলুপ্তিকরনের জন্য এবং সকল বৈধ শিক্ষার্থীর সিট নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিভিন্ন হল পরিদর্শন করেন জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। 
 
আজ বুধবার (৭ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন হল পরিদর্শন করেন এবং হলের বিভিন্ন রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি ও আবাসন ব্যাবস্থা পর্যবেক্ষণ করেন। 
 
গনরুম বিলুপ্তিকরন ও আবাসন সংকট দূরীকরণের লক্ষ্যে নির্মিতব্য নতুন ছয়টি হলের মধ্যে ছেলেদের ২ টি হল এবং মেয়েদের ২ টি হল ইতিমধ্যে চালু করা হয়েছে, যেখানে প্রত্যেকটি হলে ১ হাজার সিট রয়েছে। তবুও হয়নি আবাসন সংকটের সমাধান। 
 
সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে জাবিতে গড়ে ওঠে তীব্র আন্দোলন। এর মধ্যে অন্যতম দাবি অছাত্রদের হল থেকে বের করা ও বৈধ শিক্ষার্থীদের সিট নিশ্চিত করা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় প্রতিটি হল থেকে আগামী ৫ কর্মদিবসের মধ্যেই সকল অবৈধ ও অছাত্রদের হল থেকে বের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত সিদ্ধান্তের ৩ দিন পেরোলেও অছাত্রদের এখনো হল থেকে বের করা যায়নি। 
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, এ লক্ষ্যে আমরা কাজ করছি, প্রতিটি হলের অছাত্রদের সনাক্তকরণ হচ্ছে এবং তাদেরকে চিঠি পাঠিয়ে হল ছাড়ার নির্দেশ দয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হলত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নেবে।
এছাড়াও কোনো গণরুম আর জাবিতে থাকবে না বলে তিনি নিশ্চিত করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর