ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইবিশিস) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় নির্বাচিত অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে শিক্ষক সমিতির কার্যালয়ে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বিদায়ী এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এসে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: