অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি।
রবিবার (২৪ ডিসেম্বর) রাজশাহী রেলগট থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়ে নগরীর ভদ্রামোড়, তালাইমারী, সাহেব বাজার, ফায়ার সার্ভিস মোড়, লক্ষীপুর মেডিকেল ও বর্ণালী মোড় হয়ে পুনরায় রেলগট এলাকায় এসে শেষ হয়।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আল-মাহী মঈতের নেতৃত্বে এসময় দপ্তর সম্পাদক আলি হোসেন শিমুল ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক শান্ত উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রথমবারের মত রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। নগরীর ভদ্রামোড়, তালাইমারী, সাহেব বাজার, ফায়ার সার্ভিস মোড়, লক্ষীপুর মেডিকেল, বর্ণালী মোড় ও রেলগট এলাকায় অন্তত ৭০ টি কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের সাবেক-বর্তমান সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। সংগঠনেএ উপদেষ্টামন্ডলী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধারা অব্যহত রাখার ব্যাপারে দিকনির্দেশনা দিয়েছেন।
সাধারণ সম্পাদক আল-মাহী মঈত বলেন, এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই আমরা এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেই। আমাদের এ কার্যক্রমে সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে৷
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: