৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর( বৃহস্পতিবার) মহান বিজয়ের মাধ্যমে জন্ম হয় আমাদের প্রাণের দেশ "বাংলাদেশ"।
বরাবরের ন্যায় এবারও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে পতাকা উত্তোলন করেন। অতপর, উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন, প্রক্টর ড. মো. কামাল হোসেন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে মহান শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এসময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করে প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, পরিবহন পুল, ব্যবসায় প্রশাসন বিভাগ, ফার্মেসী বিভাগ, ইইই বিভাগ, গণিত বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ, রসায়ন পরিবার, পদার্থ বিজ্ঞান সমিতি, লোক প্রশাসন সমিতি, ভূগোল ও পরিবেশ সমিতি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং সমিতি, আইসিই অ্যাসোসিয়েশন, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, পাবিপ্রবি প্রেসক্লাব, কর্মচারী পরিষদ, রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: