ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইটি সোসাইটি (ইবিআইটি) কর্তৃক আয়োজিত আইটি ফেস্ট -২০২৩ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে পর্দা নামে ফেস্টের।
ফেস্টটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, ইইই বিভাগের অধ্যাপক মোঃ খালিদ হোসেন জুয়েল এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক মোঃ মুজাহিদুল ইসলাম সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়া শিক্ষার্থী, কার্যনির্বাহী সদস্য এবং ভলান্টিয়ারবৃন্দ।
এসময় প্রতিযোগিরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে দক্ষতার পরিচয় দেয় এবং অনুষ্ঠানের শেষাংশে কন্টেস্টের রেজাল্ট পাবলিশ করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। চারটি ভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতা সমূহ হলো: পোগ্রামিং কন্টেস্ট, লোগো ডিজাইন কন্টেস্ট,প্রেজেন্টেশন কন্টেস্ট এবং আর্ট কন্টেস্ট।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের আইটি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনটি সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: