ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব, সাধারণ সম্পাদক ছরোয়ার

রায়হান, ঢাবি প্রতিনিধি | ৪ ডিসেম্বর ২০২৩, ২৩:১৯

ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৩-২৪ সালের সাধারণ নির্বাচনে সূর্যসেন হলের প্রিন্সিপাল এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রিন্সিপাল এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. ছরোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে মোতালেব-ছরোয়ার পরিষদ বিজয়ী হয়েছে।

মোতালেব-ছরোয়ার পরিষদ থেকে সহ-সভাপতি মো. এমদাদুল ইসলাম; কোষাধ্যক্ষ মো. আল মামুন; যুগ্ম-সম্পাদক মো. মোজাম্মেল হক; সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম; মহিলা সম্পাদিকা, মেহেরুন্নেছা সুমি; সদস্য মো. আলী আশ্রাফ, মো. ছানোয়ার হোসেন; এস. এম. আবুবকর ছিদ্দিক, মো. রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ মামুন হোসেন, এ কে এম মহিউদ্দিন (কাজল), হাফেজ মাও: মোহাম্মদ উল্যাহ্ নির্বাচিত হয়েছেন।

এছাড়া মনির-মঞ্জুর পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক এ কে এম আরিফুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ওয়াজেদুর রহমান আরাফাত। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুমনা আক্তার, মো. তারিক হাসান ও ইমাম হাসান রাজা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর