সাড়ে চার ঘণ্টা ধরে নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা৷
বুধবার ( ২১ জুন ) দুপুর ২ টা ২০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা৷ প্রতিবেদন লেখা পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা৷ দীর্ঘ সময় নীলক্ষেত অবরোধ করে রাখায় যানচলাচল বন্ধ রয়েছে৷ আসেপাশের সড়কে তীব্র যানযট দেখা দিয়েছে৷
এর আগে দুপুর ১২টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হয় তারা ৷ পরে সাত কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে আসে৷
শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে৷ আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করে৷ আলোচনা শেষে শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিলেও একটি মানেনি প্রশাসন৷ তাই এক দফা দাবিতে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেতে এসে অবরোধ করে শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীরা বলছেন দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না৷
আপনার মূল্যবান মতামত দিন: