ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট থেকে একটি নির্দিষ্ট রিকশা ভাড়া নির্ধারণ করা সাধারণ ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের চাওয়া ছিল। ২০২০ সালের মার্চ মাস থেকে রিকশা রাখার ১৬ টি স্থান নির্ধারণ করে দিয়েছিল ডাকসু। তবে নানাবিধ কারণে কার্যক্রমটি আলোর মুখ দেখেনি।
তবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হস্তক্ষেপে রিকশার নতুন ভাড়ার তালিকা ও স্থান নির্ধারণ করা হয়েছে যা আগামী ২১ মে থেকে কার্যকর হবে। এতে বেশ স্বস্তি পাওয়া যাবে বলে ধারণা করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এতদিন কোন নির্দিষ্ট ভাড়ার তালিকা না থাকায় বিভিন্ন সময় রিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করেন যার ফলে বিব্রতকর অবস্থায় পড়তে হত সাধারণ শিক্ষার্থীদের। ক্যাম্পাস থেকে তুলনামূলক দূরবর্তী কয়েককটি হল বিশেষ করে কবি সুফিয়া কামাল হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীদের বেশ হয়রানী হতে হত।
পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন
আপনার মূল্যবান মতামত দিন: