ইবির লালন শাহ হলের নতুন প্রভোস্ট ড. আকতার

ইবি প্রতিনিধি | ১৬ মে ২০২৩, ২০:৩০

ছবি- সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন। সোমবার (১৫ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে, উপাচার্য মহোদয় লালন শাহ হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে অবসায়ন ঘটিয়ে তদস্থলে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেনকে হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, প্রশাসনকে ধন্যবাদ জানায় আমাকে দায়িত্ব প্রদান করার জন্য। সুন্দরভাবে হল চালাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর