নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পর্যটন দিবস-২০২২ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান সোহেল মোহাম্মদ নাফি, বিভাগের শিক্ষক জান্নাতুল মাওয়া অরিন, মোহাম্মদ নাজমুল হুদা, মোহাম্মদ জামশেদুল ইসলাম, সঞ্জয় কুমার রায়, শিলামনি হাফসা, সঞ্জয় কুমার আচার্য্য, তানভীর আহমেদসহ চার ব্যাচের সকল শিক্ষার্থীরা।
নোবিপ্রবির টিএইচএম বিভাগের চেয়ারম্যান সোহেল মোহাম্মদ নাফি বলেন, আমাদের বিভাগের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে সবসময়। কোভিড পরিস্থিতিতে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কোভিড শুরু হওয়ার সময় থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগুলো সামলে উঠতে অনেক কিছু মোকাবিলা করতে হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: