জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সংগঠন Inspire Care & Cultivate Human Aid (ICCHA) ইচ্ছা'র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ইতিহাস বিভাগে এ.আর. মল্লিক লেকচার হলে এক আলোচনা সভার আয়োজন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির এবং ইচ্ছা'র প্রধান উপদেষ্টা অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ।
এরপর বিকাল চারটায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে নতুন কলা ভবনের সমানে বৃক্ষরোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
সংগঠনটির কার্যক্রম ও সার্বিক অবস্থা সম্পর্কে সভাপতি মেহেদী হাসান বলেন, আমরা সবসময় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে মানুষের পাশে আছি। যদিও আমাদের অগ্রযাত্রা বেশি দিনের নয়। তবুও সর্বাত্মকভাবে আমরা আমাদের সহায়তা কার্যক্রম পরিচালনায় অবিরত ভূমিকা পালন করছি।
করোনাকালে আমরা অনেক দুস্থ পরিবারকে খাদ্য সহয়তা দিয়েছি। আমরা ভর্তি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষা চলাকালীন নিরাপত্তার সাথে সংরক্ষণ করি।
তিনি বলেন, ২০২১-২২ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী কামরুজ্জামানকে আমরা পরিপূর্ণ ভর্তি সহায়তা প্রদান করেছি। সে আমাদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। সে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন পূর্ণাঙ্গ শিক্ষার্থী। আমরা তাকে টিউশনের মাধ্যমে বাড়তি আয়ে সহয়তাও করছি। এভাবে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বরে সংগঠনটির যাত্রা শুরু করে। সংগঠনটি ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন মোবাইল, মানিব্যাগ সংরক্ষণ, দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহয়তা প্রদান করে থাকে।
এছাড়াও সংগঠনটি করোনাকালীন সংকট মোকাবিলায় ও বন্যার্তদের মাঝে সহয়তা কার্যক্রম পরিচালনা করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: