প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীন বরণ

সায়েম খান | ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৪

সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার বারিধারার ইন্ট্রাকো কনভেনশন হলে নবীন বরণ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল লাইস এমএস হক (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য রাখেন টেন মিনিট স্কুলের ফাউন্ডার ও সিইও আয়মান সাদিক।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রহুল আমিন, ইউনিভার্সিটি এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো: হাবীবুল্লাহ, বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো: মুজাক্কেরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোঃ সুলতানুল ইসলাম প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন।

এসময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে উঠতে এবং নলেজ বেজড সোসাইটি গড়ে দেশের উন্নয়ন ও সমাজসেবা মূলক কর্মকান্ডে সম্পৃক্ত হবার জন্য উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম ডিরেক্টরস, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ সময়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। এছড়া আকর্ষনীয় র‌্যাফেল-ড্র এর মধ্য দিয়ে 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর