-2022-09-09-14-12-17.jpg)
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে ২০০ জন ছিন্নমূল, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাইদুল ইসলাম আশিক।
বৃহস্পতিবার দিবাগত রাত (৯ সেপ্টেম্বর) প্রথম প্রহরে রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও কাকারাইল এলাকায় এ খাবার বিতরণ করেন তিনি।
খাবার বিতরণে সময় তার সাথে কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সার্বিক বিষয়ে সাইদুল ইসলাম আশিক বলেন,' লেখক ভট্টাচার্য দিনরাত ছাত্রলীগের জন্য পরিশ্রম করে যাচ্ছে। তার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের কর্মী হিসেবে অসহায়, ছিন্নমূল মানুষকে খাবার দিতে পেরেছি এটাই সফলতা মনে করছি। যাদের খাবার দিয়েছি তারা সকলে লেখক ভট্টাচার্যের জন্য প্রাণভরে দোয়া করেছেন এবং তার স্বাস্থ্য যেন ভালো থাকে সেই কামনা করেছেন তারা।
আপনার মূল্যবান মতামত দিন: